আমার কথা ও লিখার স্বাধীনতা থাকতেই হবে: ফুলতলীর মতো মৌলবাদী সংগঠন আমার স্বাধীনতায় বাধা দেওয়ার অধিকার পায় কোথায়?
আমার কথা ও লিখার স্বাধীনতা থাকতেই হবে: ফুলতলীর মতো মৌলবাদী সংগঠন আমার স্বাধীনতায় বাধা দেওয়ার অধিকার পায় কোথায়? মতপ্রকাশের স্বাধীনতা শুধুই একটি সাংবিধানিক অধিকার নয়—এটি মানুষের অস্তিত্বের মৌলিক শর্ত। মানুষ ভাবতে পারে, বলতে পারে, লিখতে পারে—এ ক্ষমতা তাকে মানুষ হিসেবে আলাদা করে। কিন্তু যখন সমাজে কিছু মৌলবাদী গোষ্ঠী নিজেদের বিশ্বাসকে…