ধর্মীয় ভোট ব্যাংকের’ অসুস্থ রাজনীতির মাঠে বামেদের মৃত্যুই তাদের কাম্য।
লুটেরা এবং সুবিধাভোগী শ্রেণির দল হিসেবে তারা এই পরিস্থিতির সুবিধাটুকু হাসিল করতে চায়। ভেবে দেখুন, ধর্মনিরপেক্ষ এবং কমিউনিস্টমুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির মতো দলগুলোর জন্য কত বড় এক অভয়ারণ্য। সিপিবি বাংলাদেশকে এসব হায়েনাদের অভয়ারণ্য হতে দিতে চায় না বলেই জন্মলগ্ন থেকে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আপসহীন…